প্রতিভা কালচারাল সেন্টারের উদ্যোগে ‘বাসন্তিকা’ দশম বর্ষে

Spread the love

প্রতিভা কালচারাল সেন্টারের উদ্যোগে ‘বাসন্তিকা’ দশম বর্ষে

বসন্তের আবহে নৃত্যের ছন্দে মেতে ওঠার জন্য প্রতিভা কালচারাল সেন্টার আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘বাসন্তিকা’, যা এবছর দশম বর্ষে পদার্পণ করছে। বসন্তের রঙিন উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে, অনুষ্ঠানের সাথে সাথে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছে।

এই বর্ণাঢ্য উৎসব কানাইনাটশাল, নিবেদিতা আবাসন-এ অনুষ্ঠিত হবে, যেখানে শতাধিক নৃত্যশিল্পী তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করবেন। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে সকল সংস্কৃতিপ্রেমী মানুষকে আহ্বান জানানো হচ্ছে, যাতে তাঁরা আনন্দযজ্ঞে শামিল হয়ে এই উৎসবের অংশীদার হতে পারেন।

প্রতিভা কালচারাল সেন্টারের পক্ষ থেকে সকলকে উষ্ণ আমন্ত্রণ এই বর্ণময় বসন্ত উৎসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *