সাধন মন্ডল,
পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা শাখার উদ্যোগে বাঁকুড়া পূর্ব ও পশ্চিম চক্রের পরিচালনায় প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মুক্ত বায়ু ভ্রমণ শিবির একদিনের বনভোজন উৎসব অনুষ্ঠিত হলো দ্বারকেশ্বর নদী তীরে নন্দীগ্রাম নদী ঘাটের কাছে। ১০০ জন শিক্ষক শিক্ষিকা এদিনের এই বনভোজনে হাজির হয়েছিলেন। উপস্থিত ছিলেন জেলা সভাপতি গৌতম গরাই সহ দুই চক্রের শিক্ষক নেতৃত্ব বনভোজন উপলক্ষে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা সেখানে শিক্ষক-শিক্ষিকারা কবিতা আবৃত্তি গান ও হাস্যকৌতুক অভিনয় পরিবেশন করেন ।এছাড়া জেলা নেতৃত্ব উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আগামী পঞ্চায়ে ত ভোট নিয়ে আলোচনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন বাঁকুড়া এক নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি অংশুমান ব্যানার্জি শিক্ষক নেতা জয়ন্ত চঁন্দ, বাঁকুড়া পৌরসভার কাউন্সিলর শিক্ষিকা অমৃতা গরাই কুন্ডু ,সংখ্যালঘু সেলের জেলা সভাপতি তফিকুর রহমান প্রমূখ।