খায়রুল আনাম,
কেন্দ্র-রাজ্য বিরোধের জেরে এরাজ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কেন্দ্র থেকে কোনও অর্থ না পাওয়ার পরিপ্রেক্ষিতে, রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্প অনুমোদন করে তার কাজও শুরু করে দিয়েছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর মধ্যে দিয়ে। এবারের বাজেটে দেখা গিয়েছে, ১০০ দিনের কাজের প্রকল্পেও কোনও বরাদ্দ বাড়ানো হয়নি। বিগত ডিসেম্বর মাস পর্যন্ত এই প্রকল্পে ব্যয় হয়ে গিয়েছে ৮২ হাজার কোটি টাকা। এই প্রকল্পে কাজের চাহিদাও বাড়ছে। ৩১ মার্চ পর্যন্ত এই কাজের চাহিদা বড়লে, অর্থ খরচও বাড়বে। গ্রামোন্নয়ন দপ্তর এই প্রকল্পে অতিরিক্ত অর্থ চেয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রককে চিঠিও দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রক এব্যাপারে রাজ্যকে কোনও উত্তর না দিয়ে নিশ্চুপ থেকে গিয়েছে। আর এরই মধ্যে এবারের বাজেটে আগামী অর্থবর্ষের জন্য কোনও বরাদ্দ বাড়ানো হলো না। রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে চালু রাখা বাংলার বাড়ি প্রকল্পে ১০০ দিনের কাজের প্রকল্পে শ্রমদিবস ব্যয় করার কথা জানিয়ে দিয়েছে। যারফলে রাজ্যের কোষাগারে টান দেওয়ার কাজটাও কেন্দ্র সরকার সুচতুরভাবে সম্পন্ন করে দিলো বলে মনে করা হচ্ছে।