‘বাংলার বাড়ি’ প্রকল্পে নামবেন ‘কর্মশ্রীরা’

Spread the love

খায়রুল আনাম,

বীরভূম : প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি নির্মাণের অর্থ অনুমোদনের ক্ষেত্রে কেন্দ্র–রাজ্য বিরোধের জেরে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে অর্থ দেওয়া বন্ধ রেখেছে। এনিয়ে কেন্দ্র- রাজ্য বিরোধ ও চাপান উতরের দীর্ঘ কাজিয়ার নিরসন ঘটেনি কেন্দ্র-রাজ্য অনেক বৈঠকের পরেও। তাই রাজ্য সরকার এবার নিজের উদ্যোগে ‘বাংলার বাড়ি’ নামে এই প্রকল্পে হাত দিয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, বাংলার বাড়ি প্রকল্পে ১২ লক্ষ বাড়ি করার সিন্ধান্ত নিয়ে তাতে অনুমোদনও দেওয়া হয়েছে। আর এই কাজে ‘কর্মশ্রী’ প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাঁদের কাজে লাগানো হবে। এরফলে তাঁরা যাতে বছরে ৯৫ দিন কাজ পান, তা সুনিশ্চিত করার চেষ্টা হচ্ছে। এই প্রকল্পে এবার বাড়ি করার সাথে সাথে শৌচালয় করা সুনিশ্চিত করতে প্রত্যেক উপভোক্তাকে অতিরিক্ত ১২ হাজার টাকা করে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *