সঞ্জয় হাল্দার,
শ্রীমৎ রাজচন্দ্রন মিশনের অনুদানে এবং মে আই হেল্প ইউ গ্রুপের উদ্যোগে পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের, ডাঙ্গরজুড়ি, মাকপালী, কুচিয়া শবর ও লায়াপাড়া, মহুলবনী, মৃগীচামি শবরপাড়া, রাজগ্রাম শবরপাড়া, আমঝরণা ইত্যাদি নয়টি গ্রামে শবর ও সাঁওতাল সম্প্রদায়ের ৩২৫ জনের হাতে কম্বল তুলে দেওয়া হল। বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অমিতাভ মিশ্র, আশ্রমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাহুল শেঠ, আদর্শ শেঠ ও গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।