বিএসপির ২৩৩ তম সাহিত্য সভা অনুষ্ঠিত

Spread the love

বিএসপির ২৩৩ তম সাহিত্য সভা অনুষ্ঠিত

সুজন মালী।। ‘বিদ্রোহী সাহিত্য পরিষদ’ বিএসপি যশোর বাংলাদেশ এর ২৩৩ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ জানুয়ারি শহরের পোস্ট অফিস পাড়ার মুন্সী মিনহাজ উদ্দিন রোডস্থ নিজস্ব কার্যালয়ে সকাল ১০টায় এ সভা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোঃ মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু।

বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি প্রফেসর দীনেশ মন্ডল, কবি ও কথা সাহিত্যিক সুরাইয়া শরীফ, কবি ও কথা সাহিত্যিক রাশিদা আখতার লিলি। বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র সঞ্চালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি মোঃ হোসেন আলী, নূরজাহান আরা নীতি, রবিউল হাসনাত সজল, মোঃ মনিরুজ্জামান, আহমেদ মাহাবুব ফারুক, কাজী নূর, সঞ্জয় নন্দী, তোজাম্মেল হক, ডা. অমল কান্তি সরকার, শেখ হামিদুল হক, শাহরিয়ার সোহেল, অরুণ বর্মন, করিম আনোয়ার, এম এ কাসেম অমিয়, ভদ্রাবতী বিশ্বাস, অ্যাড. মাহমুদা খানম, গোলাম রসুল, রেজাউল করিম রোমেল, আলমগীর হোসেন হিমেল, লাবনী খানম, সানজিদা ফেরদৌসী, শরীফ হোসেন ধীমান, এম এম মনিরুল ইসলাম, শ্রী হাজারী লাল সরকার, মো. নজরুল ইসলাম, এসএম তাছনিম (মেঘ) প্রমুখ। সভার মধ্যভাগে কবি ও কথাসাহিত্যিক সুরাইয়া শরীফ এবং রাশিদা আখতার লিলির জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানায় বিএসপি নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *