বিনা খরচে চোখের ছানি অপারেশন করতে চক্ষু পরীক্ষা শিবির
সেখ সামসুদ্দিন, ৯ আগস্টঃ মেমারি আল মদিনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রোটারি ক্লাব হুগলি আই হসপিটাল -এর ব্যবস্থাপনায় প্রকৃত দরিদ্রদের বিনা খরচে চোখের ছানি অপারেশন করতে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী ২৫ আগস্ট রবিবার সকাল ন’টা থেকে মেমারি মদিনা মার্কেট সংলগ্ন মামুন ন্যাশনাল স্কুলে এই ছানি পরীক্ষা শিবির চলবে বলে জানান কর্তৃপক্ষ। এখানে কেবলমাত্র চোখের ছানি পরীক্ষা হবে এবং নির্ণীত রোগীদের রোটারী আই হসপিটাল বাঁশবেড়িয়া হুগলিতে অপারেশন করানো হবে বলে জানান। আরও জানা যায় প্রায় তিনশত রোগীর চোখ পরীক্ষার ব্যবস্থা থাকবে রোগীরা আগে এলে আগে দেখানোর সুযোগ পাবেন এই ভিত্তিতে ডাক্তারবাবুরা চোখ দেখবেন। ঐ নির্দিষ্ট দিনে এলেই হবে আগে থেকে নাম লেখানোর কোন প্রয়োজন নেই। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ৮৭৬৮৮২৫৫০০/৯৩৭৮০১৯৫৫৮ এই নম্বরে।