বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ডেপুটেশন খাতড়া মহকুমা শাসক কে
। সাধন মন্ডল বাঁকুড়া:-
আজ ৩রা ডিসেম্বর, বিশ্ব প্রতিবন্ধী দিবস। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিভিন্ন দাবিতে পথে নামলেন খাতড়া মহকুমা এলাকার প্রতিবন্ধী মানুষজনরা(বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি)। দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতির খাতড়া ব্লক কমিটির ডাকে খাতড়া মহকুমা শাসকের নিকট গণ ডেপুটেশন কর্মসূচি হল বুধবার। দুপুরে ডেপুটেশনের আগে খাতড়ার পাম্প মোড়ে জমায়েত করে খাতড়া বাজারে মিছিল করেন ওই সংগঠনের সদস্যরা। এসডিও মোড়ে মিছিল শেষ হয়ে সংগঠনের দশজনের প্রতিনিধি মহকুমা শাসকের সাথে দেখা করে তাদের দাবি পত্র তুলে দেন।
সংগঠনের সম্পাদক শৈলেন কুমার বাড়ুই অভিযোগ করেন, কর্তৃপক্ষের গাফিলতিতে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। মূলত সেইসব বিষয়গুলি নিয়ে মহকুমা শাসকের সাথে আলোচনা করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, প্রতিবন্ধীদের জন্য মানবিক ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করার দাবি, ব্লকে ব্লকে শিবির করে প্রতিবন্ধী পরিচয় পত্র প্রদান ও নবীকরণের ব্যবস্থার দাবি সহ মোট ১১ দফা দাবিতে মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয়েছে একইসঙ্গে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
সংগঠনের খাতড়া ব্লক সম্পাদক সুবোধ আউলি বলেন, বিভিন্ন দাবির বিষয়গুলি নিয়ে মহকুমা শাসকের সাথে সদর্থক আলোচনা হয়েছে বলে তিনি জানান। আপনি বলেন মহকুমা শাসক অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং দাবিগুলি পূরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানিয়েছেন। আজকের এই ডেপুটেশনে এলাকার বিভিন্ন প্রান্ত থেকেতিনশরও বেশি প্রতিবন্ধী মানুষ হাজির হয়েছিলেন বলে তিনি দাবি করেন।