বিশ্বভারতীর পৌষমেলার আদলেই অন্যত্র অনুষ্ঠিত হবে মেলা, প্রশাসনের উদ্যোগে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- পৌষমেলার জন্য মাঠ দেবে না বিশ্বভারতী। রবীন্দ্র স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী পৌষ মেলা হবে কি হবে না তা নিয়ে টানাপোড়েন চলছিলই। অবশেষে সেই ঐতিহ্যবাহী পৌষমেলা যে হচ্ছে না, তা নিশ্চিত হয়ে গেল বীরভূম জেলা প্রশাসনের তরফে বিকল্প মেলা করার ঘোষনার মধ্য দিয়ে। শুক্রবার বোলপুরে অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকের পর সেই রকমই বার্তা। বৈঠক শেষে বীরভূমের জেলাশাসক বিধান রায় জানিয়েছেন, ”বোলপুর ডাকবাংলো মাঠে বিকল্প পৌষমেলার আয়োজন করা হবে । আগামী ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা। এতদিন যেভাবে পৌষমেলা হয়েছে ঠিক সেইরকম প্রতিফলন এই মেলাতেও ঘটবে। গ্রামীন হস্তশিল্পের সম্ভার, বিপনন এবং লোকশিল্পের সমন্বয়েই হবে এই মেলা।” জানা গেছে, বীরভূম জেলা প্রশাসন, জেলা পরিষদ, বোলপুর পৌরসভা সহ অন্যান্য নানা সংগঠনের উদ্যোগেই আয়োজিত হবে এই মেলা।