নিশ্চিত রূপে দেশবাসী মাত্রই দেশের এক মহান বিপ্লবী, ত্যাগী স্বাধীনতা সংগ্রামী কে সম্মান প্রদর্শন করবেন, ঋষি অরবিন্দ নামাঙ্কিত এই দুর্গাপুর শাখা সেন্টার মানব সেবায় নিজেদের একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান, সেইল একসময় এই জমি দিয়ে এই সেবা প্রতিষ্ঠানকে সামাজিক মূল্যবোধ সৃষ্টি করতে অবাধ সহায়তা করেছিল l আজও ঋষি অরবিন্দর ভাব ধারায় চলছে সঙ্গস্থাটি l ভারতের নবরত্ন সেইলের এই অমূল্য সমর্থন অরবিন্দ আশ্রম কখনো ভুলবেনা l পাশাপাশি বর্তমানে35,20,568.00/- টাকা দেওয়া প্রায় অসম্ভব l ডিএসপি কর্তৃপক্ষ উচ্ছেদ নোটিশ পাঠিয়েছে জলের লাইন কেটে দেওয়ার কথা বলেছে, বিদ্যুতের লাইন কেটে দেওয়া কথা বলছে l আপাম শ্রদ্ধাশীল মানুষের কাছে পাশে থাকার আহ্বান l বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ও দুর্গাপুর বর্ধমানের সাংসদ কীর্তি আজাদ কে l