বিশ্ব মানবাধিকার দিবস পালন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়েছিল। সেই থেকে প্রতিবছর ১০ ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে।জাতিসংঘের মতে মানবাধিকার হলো সেই অধিকার যা আমাদের প্রকৃতিতে নিহিত এবং যাহা ছাড়া আমরা মানব হিসেবে বাঁচতে পারিনা। জাতি ধর্ম বর্ণ লিঙ্গ এবং ভাষা নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা মানবাধিকারের মূল উদ্দেশ্য। মানবাধিকার হলো এমন কিছু অধিকার যা প্রতিটি মানুষের জন্মগত অধিকার হিসেবে স্বীকৃত। সেই হিসেবে দিনটি পালনের লক্ষ্যে এক আলোচনা শিবির অনুষ্ঠিত হয় দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে। কলেজের এনসিসি এবং এন এস এস এর ব্যবস্থাপনায় সেমিনারের আয়োজন। ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগ,খাদ্য সুরক্ষা বিভাগ ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় এই শিবির অনুষ্ঠিত হয় বলে জানা যায়। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের প্রিন্সিপাল ডক্টর গৌতম চ্যাটার্জি এক সাক্ষাৎকারে বলেন ছাত্র-ছাত্রীদেরকে উদ্দেশ্য করে কথা গুলো তুলে ধরছেন। এই শিক্ষায় শিক্ষিত করে তুলছেন যা যুগোপযোগী এবং ভবিষ্যৎ জীবনের পথপ্রদর্শক হবে, বাস্তব জীবনে পা মেলাতে সুবিধা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য সুরক্ষা বিভাগের অফিসার ডক্টর প্রসেনজিৎ বটব্যল, উপভোক্তা সহকারি পরিচালক সি ডাব্লু ও বিধু ভূষণ সাহা, এনসিসি র মেজর ডক্টর রিন্টু কুমার বিশ্বাস,বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পার্শ্ব আইনি সহায়ক মোঃ রফিক প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।