বিষাক্ত ছাতু মাশরুম খেয়ে রায়পুরের ধান আরা অঞ্চলের মামুরা গ্রামের ১১ জন শিশু অসুস্থ হয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিভাবকদের অভিযোগ চিকিৎসা পরিষেবা সেভাবে পাওয়া যাচ্ছে না এখানে উল্লেখ্য গতকাল বিকেলে ধানাড়া অঞ্চলের মামুরা গ্রাম সংলগ্ন এলাকায় শিশুরা খেলা করছিল সেই সময় তারা কিছু ছাতু দেখতে পায় এবং সেগুলি তারা তুলে নিয়ে এসে গ্রামের খোলা একটি আইসিডিএস কেন্দ্রে উনুনে রান্না করে খায় বলে স্থানীয়রা জানান এবং তারপর রাত্রি নটা নাগাদ শিশুরা অসুস্থ হয়ে পড়ে বমি, মাথা ঘোরা, পায়খানা হতে থাকে অভিভাবক ও গ্রামবাসীরা রাইপুর প্রশাসনের কাছে খবর দিলে বিডিও ও আইসি উদ্যোগ নিয়ে রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর রাত্রি বারোটা নাগাদ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ঘটনার খবর পেয়ে রাত্রেই রায়পুর গ্রামীণ হাসপাতালে হাজির হন বাঁকুড়া জেলা পরিষদের সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী তৃণমূল নেতা রাজকুমার সিংহ তিনিও তাদের তাড়াতাড়ি সুস্থ করার জন্য উদ্যোগ নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। অসুস্থ রাখি লোহার(৫ )এর বাবা জয়ন্ত লোহার স্বপন সেন রা বলেন এখানে ভালো চিকিৎসা পরিষেবা পাচ্ছিনা আমরা বুঝতে পারছি না আমাদের শিশুদের অবস্থা কেমন। আপনারা এখানে আসুন দেখে যান শিশুরা কেমন আছে ফোনে বেশি কথা বলা সম্ভব নয় আমাদের মানসিক অবস্থা ভালো নয়। যে সমস্ত অসুস্থ শিশুদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হল সুজয় সেন, রূপসা সরদার, মল্লিকা কোটাল, অমিত সরদার, লাবনী সরদার ,নিশা কোটাল, মমতা বিষ ই, চন্দনা সরদার, অর্পণ সর্দার সহ অন্যরা। এ ব্যাপারে রায়পুর বিডিও হীরক বিশ্বাস বলেন গতকাল রাত্রি আমরা উদ্যোগ নিয়ে ওদের প্রথমে রায়পুর গ্রামীণ হাসপাতালে ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি দু তিনজনের অবস্থা একটু খারাপ তাদের চিকিৎসা চলছে বাকিরা ভালো আছে বলে জানতে পেরেছি আশা করছি তারা সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরবে।