বীরভূমের দ্বিতীয় বৃহত্তম “পাথরচাপুড়ী মেলার শুভ উদ্বোধন

Spread the love

!!বীরভূমের দ্বিতীয় বৃহত্তম “পাথরচাপুড়ী মেলা” র শুভ উদ্বোধন!!

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-
২৪ মার্চ শুক্রবার থেকে শুরু হল বীরভূমের দ্বিতীয় বৃহত্তম “পাথরচাপুড়ী মেলা-২০২৩ “।উল্লেখ্য করোনা আবহে বছর দুয়েক তেমনভাবে মেলা হয়নি। তবে এবার সরকারি নিয়ন্ত্রণ ও পরিচালনায় অনুষ্ঠিত ৭ দিনের সম্প্রীতির এই মিলনমেলায় মিলিত হয়েছে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে বহু ধর্মপ্রাণ মানুষ। এখানে বিরাজমান সুফি সাধক দাতা মেহবুব শাহ ওলী। উনার মাজার শরীফ আলোকমালায় সেজে উঠেছে ।সাধারণ মানুষের কাছে তিনি “দাতাবাবা” নামেই পরিচিত। আজ থেকে ১৩১ বছর পূর্বে ১২৯৮ বঙ্গাব্দের ৯ চৈত্র এই সুফি সাধক দেহত্যাগ করেন। ওই দিনটিকে স্মরণীয় করতে তাঁর তিরোধান দিবস উপলক্ষে পাথরচাপুড়ীতে প্রতিবছর অনুষ্ঠিত হয় “দাতাবাবার উরস মেলা”। শুক্রবার বিকেলে পাথরচাপুরী মসজিদের ইমাম জনাব শওকত আলী আশরাফির কোরান পাঠ এবং ফকিরি গানের মধ্য দিয়ে মেলার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়, জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী সহ বিভিন্ন আধিকারিকরা।
হাজার হাজার মানুষ দাতা বাবার মাজারে চাদর চড়িয়ে শ্রদ্ধা জানান। এরই মধ্যে ছুটে এসেছেন দেশ-বিদেশের অগণিত পুণ্যার্থীরা। কেউবা তাঁবু খাটিয়ে কাটাবেন রাত। মেলার বিশাল এলাকা জুড়ে নানান পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। চলছে বিকি কিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *