বুদ্ধদেববাবুর প্রয়াণে শোক মিছিল
সেখ সামসুদ্দিন, ৮ আগস্টঃ পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য আজ সকালে নিজ বাসভবনে ইহলোক ত্যাগ করেন। তার মৃত্যুকালে বয়স হয় প্রায় ৮০ বছর। মৃত্যুকালে বাড়িতে স্ত্রী ও কন্যাকে রেখে যান। তার এই প্রয়াণে রাজ্যবাসী সহ সিপিআইএম দল শোকাহত। প্রাক্তন পলিটব্যুরো সদস্য ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবুর মৃত্যুতে ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদী দলের পক্ষ থেকে মেমারি শহরে একটি শোক মিছিল করা হয়। দক্ষিণ মেমারি থেকে শুরু করে জিটি রোড চকদিঘী মোড়, কৃষ্ণবাজার, রেলগেট, স্টেশন বাজার, নিমতলা হয়ে বামুনপাড়া মোড়ে শেষ হয়। এই শোক মিছিলে অভিজিৎ কোঙার, সনৎ ব্যানার্জী, প্রশান্ত কুমার, ইন্তাজ আলি দফাদার সহ জেলা ও লোকাল স্তরের নেতৃত্ব ও কর্মীবৃন্দ পা মেলান।