বেলেঘাটায় ডাঃ বিধান চন্দ্র মেমোরিয়াল কমিটির আয়োজনে বি. সি. রায় পোলিও ক্লিনিকে স্বাস্থ্যকর খাদ্য বিতরন

গোপাল দেবনাথ ,

পূর্ব কলকাতা ডাঃ বিধান চন্দ্র রায় মেমোরিয়াল কমিটির আয়োজনে বাংলার রূপকার ও প্রখ্যাত চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায় এর ১৪৬ তম জন্মদিন কে স্মরণীয় করে রাখতে এই কমিটির পক্ষ থেকে বেলেঘাটার বি সি রায় পোলিও ক্লিনিক এ প্রায় ৭৫জন শিশু ও তাদের অভিভাবকদের হাতে ফল বিস্কুট চকোলেট স্বাস্থ্যকর পানীয় সহ নানাবিধ সামগ্রী তুলে দেন সংস্থার সম্মানীয় সদস্যবৃন্দ। এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কাঞ্চন মন্ডল। সমগ্ৰ অনুষ্ঠানটি সুন্দরভাবে রূপায়ণ করার জন্য উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে অলোক ঘোষ ও বিশ্বজিৎ কর। সমগ্ৰ অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য। এই ধরণের সামাজিক উদ্যোগ নেওয়ার জন্য বি সি রায় পোলিও ক্লিনিক এর পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সংস্থার সম্পাদক প্রদীপ বাবু বলেন -“আগামীদিনেও আমরা এই ধরণের কর্মসূচি চালিয়ে যাবো”।

Leave a Reply