ব্যঙ্গচিত্র নিয়ে মামলা খারিজ মাদ্রাজ হাইকোর্টে,নীতি শিক্ষা দেবেনা আদালত

Spread the love

ব্যঙ্গচিত্র নিয়ে মামলা খারিজ মাদ্রাজ হাইকোর্টে, ‘নীতিশিক্ষা দেবেনা আদালত’
মোল্লা জসিমউদ্দিন টিপু,


মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টে খারিজ হলো জেলাশাসকের দায়ের করা ফৌজদারি মামলা।জামিন পেলেন জেল হেফাজতে থাকা ব্যঙ্গচিত্র শিল্পী। পাশাপাশি রাজ্য সরকার কে হাইকোর্ট জানালো – ‘ নীতিশিক্ষা দেওয়া আদালতের কাজ নয়’। ঘটনার সুত্রপাত ২০১৭ সালে তামিলনাড়ুর এক পরিবারের চার সদস্যর প্রকাশ্যে ডিএম অফিসের সামনে আত্মঘাতী হওয়ার ঘটনায়।এই আত্মঘাতী পরিবারের মধ্যে একজন শিশুও ছিল । তিরুনেলভির ডিএম অফিসের সামনে এই ঘটনায় ব্যঙ্গচিত্র শিল্পী বালামুরাগন ওরফে বালা এক ব্যঙ্গচিত্র আঁকেন।সেখানে কার্টুন ছবিতে দেখা যায় – ‘ এক শিশুর দেহ পুড়ছে।তিনজন ব্যক্তি চোখ বন্ধ করে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে। নোটের বান্ডিলে তারা গোলানাঙ্গ ঢেকে রেখেছে’। মুখ্যমন্ত্রী,  জেলাশাসক এবং পুলিশ কমিশনার কে ওই তিন ব্যক্তি হিসাবে তুলে ধরা হয়।এই ব্যঙ্গচিত্র প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট জেলাশাসক ফৌজদারি মামলা করেন ওই ব্যঙ্গচিত্র শিল্পীর বিরুদ্ধে। পুলিশ চেন্নাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে থাকে এই শিল্পী কে।জানা যায়,  ওই সপরিবারে আত্মঘাতী পরিবার টি স্থানীয় মহাজনদের কাছে চড়া সুদে ঋণ নিয়েছিলেন। ঋণ পরিশোধ না হওয়ায় মহাজনের অত্যাচার অত্যাচারিত হয়ে পুলিশ ও প্রশাসনের কাছে দারস্থ হয়েছিলেন। কোন প্রতিকার না মেলায় আত্মঘাতী হয়েছিলেন ডিএম অফিসের সামনে। এই ঘটনায় ফৌজদারি মামলাটি মাদ্রাজ হাইকোর্ট খারিজ করে দেয়। ধৃত শিল্পী জামিন পান।আদালত জানিয়ে দেয় – শিল্পীর স্বাধীনতা রয়েছে তার শিল্পস্বত্তা প্রকাশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *