ভাতারের নাসিগ্রামে অজানা গাড়ির ধাক্কায় মৃত দুই, আজ মৃতদেহ ময়না তদন্তে পাঠালো পুলিশ।


ভাতারের নাসিগ্রামে অজানা গাড়ির ধাক্কায় মৃত দুই, আজ মৃতদেহ ময়না তদন্তে পাঠালো পুলিশ।

আমিরুল ইসলাম,

ভাতারের হারগ্রাম চলছে মনসা পুজো।
হাড়গ্রামের বাসিন্দা দেবদূত হাজরা তার মাসির ছেলে ব্রজ কুমার চৌধুরীকে নিয়ে নাসিগ্রাম যাচ্ছিল পিসির ছেলেকে নামাতে।
ফেরার পথে নাসিগ্রাম খেলার মাঠের কাছে অজানা গাড়ির ধাক্কায় মারা যান দেবদূত হাজরা ও ব্রজকুমার চৌধুরী। ঘটনাটি ঘটে গতকাল রাত্রি দশটার সময়।

পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে আনে গতকাল রাত্রে ।আজ মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হচ্ছে ঘটনায় ভাতারের হারগ্রামের শোকের ছায়া।

জানা গেছে ব্রজ কুমার চৌধুরীর বাড়ি শক্তিগড় এলাকায়।

Leave a Reply