ভাতার বাজারে বাম প্রার্থী সুকৃতি ঘোষাল আজ লোকসভা ভোটের প্রচার চালালেন তাদের কর্মী সমর্থকদের নিয়ে।
লোকসভা ভোটের দিন ঘোষণা হয়েছে।
আর সমস্ত রাজনৈতিক দল নেমে পড়েছে তাদের প্রচারে। ভাতার বাজারে আজ বাম প্রার্থী বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সুকৃতি ঘোষাল তিনি জোরদার প্রচার চালালেন ভাতার বাজারে।
তবে ভাতার ব্লকে এই প্রথম বাম প্রার্থী তিনি নিজে প্রচার শুরু করলেন।
এখনো তৃণমূল বা বিজেপি সেই প্রচার শুরু করেনি প্রার্থীদের নিয়ে।
তবে ভাতার ব্লকে বামেরা জয় লাভ করবে এতে কোন সন্দেহ নেই জানালেন বাম প্রার্থী সুকৃতি ঘোষাল।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।