ভারত কে প্রায় চারশো কোটি অর্থ সাহায্য বাইডেন প্রশাসনের
সেখ নিজাম আলম,
‘ভারতের বন্ধুত্ব কখনোই ভূলবেনা আমেরিকা। আমেরিকার দুর্দিনে যেভাবে ভারত পাশে দাঁড়িয়েছিল।তা কোনদিন ভুলবেনা আমেরিকা ‘। ঠিক এভাবেই মার্কিন বিদেশ সচিব আন্টনি ব্লিঙ্কেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কে জানালেন। পাশাপাশি প্রায় চারশো কোটি অর্থ সাহায্য ঘোষণা করেছে বাইডেন প্রশাসন।চলতি বছরে হোয়াইট হাউসে বাইডেন আসার পর এই প্রথম ভারতীয় বিদেশ মন্ত্রী সফর করছেন। মারণ ভাইরাস করোনার প্রথম ঢেউয়ে যখন মৃত্যুর মোড়ক লেগেছিল আমেরিকায়।তখন ভারত থেকে বিমানে দ্রুত হাইড্রোক্লোরোকুইন ঔষধ পাঠিয়েছিল।চলতি আমেরিকা সফরে ভারতের বিদেশ মন্ত্রী ইতিমধ্যেই মার্কিন প্রতিরক্ষা সচিবের সাথেও বিশ্বশান্তি সহ নানান বিষয়ে আলোচনা চালান।