মঙ্গলকোটের কুরুম্বা গ্রামে জমিয়ত উলেমায়ে হিন্দের উদ্যোগে ধর্মীয় জলসা অনুষ্ঠিত হলো উপস্থিত রাজ্যের সহ-সভাপতি আব্দুল কাসেম সাহেব।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের কুরুম্বা গ্রামে একটি ধর্মীয় জলসা অনুষ্ঠিত হলো গতকাল রাত্রে।
এলাকার ধর্ম প্রাণ কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন এই ধর্মীয় জলসায়।
আগামী আটাশে নভেম্বর কলকাতায় জামিয়াত উলামায়ে হিন্দের একটি সভা রয়েছে সেই সভাকে সফল করার জন্য এই জলসা অনুষ্ঠিত হয় বলে জানান আয়োজকরা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জামিয়ত উলামায়ে হিন্দের সভাপতি।
এছাড়া উপস্থিত ছিলেন এইচ,এম নাসির উদ্দিন সাহেব।
সভার শেষে সকল অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা করেছিল জলসা কমিটি।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।