আলুর কেজি 28 টাকা
সেখ রাজু,
সাধারণ মানুষের জীবন যাপনের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমগ্র রাজ্যজুড়ে সরকারি সহায়ক মূল্যে বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি শুরু হয়েছে । পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লক তা থেকে পিছিয়ে নেই । প্রতিটি গ্রাম পঞ্চায়েত সহ মঙ্গলকোট ব্লক চত্বরে সরকারি সহায়ক মূল্যে আলু বিক্রির স্টল করা হয়েছে । এদিন বিভিন্ন স্টল গুলিতে আলুর পরিমাণ ও গুণগতমান দেখার জন্য পরিদর্শনে এলেন মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনমিত্র সোম এবং মঙ্গলকোট থানার আই মধুসূদন ঘোষ । পাশাপাশি আলুর স্টোর কেন্দ্রগুলো পরিদর্শন করলেন । সঙ্গে ছিলেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী, মঙ্গলকোট জেপিও দিব্যেন্দু দত্ত সহ অন্যান্যরা । 30 টাকা থেকে 36 টাকা কিলোদরে বাজারে আলু বিক্রি হলেও এদিন সহায়ক মূল্য কেন্দ্র থেকে 28 টাকা কিলোদরে আলু বিক্রি করা হয় ।