মন্মথপুরে ভারত সেবাশ্রমের মেডিক্যাল পরিষেবার সূচনা
গ্রামের গরীব ও পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে দক্ষিণ ২৪ পরগনা জেলায় কাকদ্বীপ ব্লকে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের কাছে চালু হল স্বামী প্রনবানন্দ মেডিক্যাল পরিষেবা। উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্যকরী সভাপতি স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ ৷
তিনি জানান,এখন থেকে এলোপ্যাথি ও হোমিওপ্যাথি চিকিৎসার সাধারণ বিভাগ চালু হলো ৷ অন্যদিকে স্থায়ী বাসন্তী মন্ডপের শুভ দ্বারদোঘাটন করেন সহ শতাধিক মানুষকে সাধন দীক্ষা দান করান স্বামীজী। এই অনুষ্ঠানে সারা রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ ভক্তরা স্বামীজীর আশীর্বাদ গ্রহণ করেন ৷