মহাসমারোহে বিধান শিশু উদ্যানে বসন্তোৎসব 

Spread the love

মহাসমারোহে বিধান শিশু উদ্যানে বসন্তোৎসব 

মোল্লা জসিমউদ্দিন, 

মঙ্গলবার বিকেলে উল্টোডাঙ্গা সংলগ্ন  বিধান শিশু উদ্যানে উদযাপিত বসন্ত উৎসব ২০২৫।

বসন্তের আবাহনে শামিল হল কয়েক হাজার মানুষ। বিধান শিশু উদ্যানে উদযাপিত হল বসন্ত উৎসব ২০২৫। সঙ্গে ছিল বাংলার জনপ্রিয় লোকসঙ্গীত দল ‘দোহার’। উদ্যানের শিশু সভ্য-সভ্যা ও অভিভাবক-অভিভাবিকা এবং দোহারের বিশিষ্ট শিল্পীদের নিয়ে এদিন বিকেল ৪টেয় একটি বর্ণময় শোভাযাত্রা বিধান শিশু উদ্যান থেকে হাডকো মোড় প্রদক্ষিণ করে আবার উদ্যানে ফিরে আসে। ‘ওরে গৃহবাসী’, ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ প্রভৃতি গানের মাধ্যমে মেতে ওঠে কচিকাঁচা থেকে শুরু করে বড়োরাও। এরপর উদ্যানের কালিকাপ্রসাদ মুক্তমঞ্চে উপস্থাপিত হয় মূল অনুষ্ঠান। নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে বসন্তকে আবাহন করা হয়। সঙ্গে উপরি পাওনা ছিল দোহারের সঙ্গীতানুষ্ঠান। আনন্দ কোলাহলে মুখরিত হয়ে ওঠে উদ্যান প্রাঙ্গণ।

এছাড়াও উপস্থিত ছিলেন ডা. বি. সি. রায় মেমোরিয়াল কমিটির সভাপতি সহ সম্পাদক সঞ্জীব দত্ত, সাহিত্যিক চঞ্চল কুমার ঘোষ প্রমুখ। উপস্থিত সকলের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *