মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্না কর্মসূচি,অপরাজিতা বিল প্রণয়নের দাবিতে

Spread the love

মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্না কর্মসূচি,অপরাজিতা বিল প্রণয়নের দাবিতে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম
রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে অপরাজিতা বিল প্রণয়নের দাবিতে ব্লক ভিত্তিক মিছিল ও ধর্না সভা কর্মসূচি ঘোষণা করেন। সেই মোতাবেক গতকাল অর্থাৎ শনিবার ব্লকে ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল সংগঠিত হয়। মহিলা ও শিশু সুরক্ষা অপরাজিতা বিল আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ গ্রহণ করার দাবিতেই মূলতঃ এরূপ কর্মসূচি বলে দলীয় সূত্রে জানা যায়।
রাজ্যের অন্যান্য ব্লকের ন্যায় রবিবার খয়রাশোল ব্লক মহিলা তৃনমূল কংগ্রেসের তরফেও ধর্না সভা আয়োজিত হয়।
এদিন ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক মহিলা তৃনমুল নেত্রী প্রান্তিকা চ্যাটার্জী,কেনিজ রাশেদ,রুণু সিংহ,বাবলি চক্রবর্তী। এছাড়াও ছিলেন খয়রাশোল ব্লক তৃনমুল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন ও মৃনালকান্তি ঘোষ। তাছাড়াও তৃনমুল নেতৃত্ব হিসেবে ছিলেন সেখ জয়নাল,তারাপদ দাস সৌগত মুখার্জী প্রমুখ। অন্যদিকে দুবরাজপুরের ধর্না মঞ্চে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মুনমুন ঘোষ, ব্লক তৃনমূল কংগ্রেসের আহ্বায়ক রফিউল হোসেন খান, জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখোপাধ্যায় প্রমুখ নেতৃবৃন্দ। রাজনগর ব্লক তৃনমূল কংগ্রেসের তরফেও স্থানীয় স্টেট ব্যাঙ্কের সামনে ধর্না সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃনমূল মহিলা ব্লক নেত্রী চিত্রলেখা রায়, নিবেদিতা সাহা, রাজনগর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, ব্লক সাধারণ সম্পাদক মহম্মদ শরীফ, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি সেখ নাজু ও কার্যকরী সভাপতি সেখ কাবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *