মানবিক অবক্ষয়

Spread the love

মানবিক অবক্ষয়


দিলীপ কুমার বিশ্বাস

আপন স্বার্থ চরিতার্থে মানব হারিয়েছে মূল্যবোধ,
পরশ্রীকাতরতা, প্রতিহিংসা পরায়ণে নিতে চায় শোধ।
ভালো মন্দ জীবনের মানদণ্ড চলার গতি করেছে রোধ,
মায়া মমতা স্নেহ ভালবাসা কেড়ে নিয়েছে রক্তক্ষয়ী ক্রোধ।
চারিদিকে অনাচার অবৈধ ব্যাভিচার যৌনক্ষুধা মেটায়,
শিক্ষকের ছড়ি নিয়েছে কাড়ি ছাত্র শিক্ষক পেটায়।
বৃদ্ধ পিতা অসহায় ঘরে কায়া তনু ভগ্ন,
মেধাবী সন্তান ফ্লাট বাড়িতে আত্ম সুখে মগ্ন।
সুস্থ জীবন ব্যস্ত থাকে সামাজিক অবক্ষয়ে,
কেউ রয় অনাহারে কেউবা বিলাসিতার অপচয়ে।
ধর্ম তো নয় ধারন করা উল্টে গেছে মানে,
গদির শিকড় উপড়ে ফেলে মেরুকরণের টানে।
অনাথ আঁতুর ভাগাড়ে রয় মনোরঞ্জনের ফসল,
লোক ঠকানো ভালবাসা সম্পর্ক সব নকল।
নিরহ পশু দিচ্ছে বলি করতে রবে তুষ্ট,
পশুত্ব আর রিপু কিন্তু মনেতে রয় পুষ্ট।
মান আর হুঁশে হয় যে মানুষ গেছে সেটা ভুলি,
পরনিন্দা পরচর্চা মুখে কেবল বুলি।
নৈতিকতা মানবিকতা শেখানো যায় না ভবে,
জাগ্রত হয় সুপ্ত বিবেক শিক্ষা দিলে রবে।
পরহিতে আত্মনিয়োগ পরের দুখে দুখী,
মানব ধর্মে দীক্ষা নিলে তবেই হবে সুখী।
সব উপরে আছে মানব মণীষীদের কথ্য,
ন্যায় নীতি বিবেক বোধ এটাই চরম সত্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *