মা তারার মন্দিরে পূজা দিয়ে লোকসভা ভোটের প্রচার শুরু শতাব্দীর
সেখ রিয়াজুদ্দিন , বীরভূম:- ২০০৯,২০১৪,২০১৯ এরপর ২০২৪ এর লোকসভা নির্বাচনে ভোটের ময়দানে অবতীর্ণ বীরভূম লোকসভা কেন্দ্র থেকে পরপর তিনবারের নির্বাচিত সংসদ শতাব্দী রায়। বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় এর উপর ভরসা করে পুনরায় চতুর্থ বারের জন্য তৃনমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দিতার ছাড়পত্র পেয়েছেন। সেই সুবাদে শনিবার মা তারার কাছে পুজো দিয়ে ভোটের প্রচার কর্মসূচিতে নামলেন। বীরভূমে নির্বাচন মানেই একটা নাম সবার আগে উঠে আসবে ৷ সেটি হল অনুব্রত মণ্ডল ৷ বীরভূম জেলা তৃণমূলের সভাপতি ৷ প্রায় দেড়বছর আগে যিনি গরুপাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়ে বর্তমানে তিহাড় জেলে বন্দি ৷ সেই অনুব্রত মণ্ডলকে ছাড়া প্রথমবার বীরভূমে কোনও লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল ৷ তাই বীরভূম লোকসভার প্রচারে নেমে প্রার্থী শতাব্দী রায়ের অকপট স্বীকারক্তি, দীর্ঘদিন উনার নেতৃত্বে সংগঠনের কাজ হয়েছে।স্বভাবতই এবারের নির্বাচনে অনুব্রতর ‘অভাববোধ’ করবেন ৷
রাজ্যে যে কোনও নির্বাচনের আগে নকুলদানা, চড়াম-চড়াম, গুড়-বাতাসার মতো নতুনত্ব শব্দবন্ধনী শোনা যেত ৷ ভোটের কয়েকমাস আগে থেকেই এক সরগরম পরিবেশ তৈরি করে দিতেন অনুব্রত ৷ কিন্তু, ২০২৪ লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডল নেই ৷ নেই তাঁর গরমাগরম বক্তব্যও ৷ এই আবহে তৃণমূলের অভেদ্য দুর্গ বীরভূম এখন তাদের হাতের নাগালে বলে মনে করছে রাজ্যের বিরোধী দল বিজেপি ৷
তবে, নির্বাচনী প্রচারে নেমে বিরোধীদের সেই সব আশা আকাঙ্খাকে গুরুত্ব দিতে নারাজ বীরভূম লোকসভার তিনবারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ৷ তিনি স্বীকার করে নিলেন, অনুব্রত মণ্ডলের অভাববোধ অবশ্যই করবেন ৷ কিন্তু, অনুব্রতর দীর্ঘদিনের তৈরি করা সংগঠনের লোকজন রয়েছে ৷ তাঁরা নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে কাজ করবেন ৷ অনুব্রতর নেতৃত্বে তৃণমূলের ভোট ‘যেভাবে’ হত, তাঁর নেতা-কর্মীরাও তা অনুসরণ করবেন ৷
শতাব্দীর কথায়, “তিনি নেই ঠিকই ৷ কিন্তু, তাঁর তৈরি সংগঠনের মানুষগুলো আছেন ৷ একটা মানুষ দলের সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ৷ নিশ্চই তাঁকে মিস করব ৷” তবে, এবার শতাব্দী রায়ের বিপরীতে বিজেপির প্রার্থী হতে পারেন দুধকুমার মণ্ডল ৷ যাঁর যোগ আবার সরাসরি আরএসএসের সঙ্গে ৷ অর্থাৎ, সংগঠন ও প্রচারের বিষয়ে শতাব্দী রায়ের থেকে কয়েক ধাপ এগিয়ে বিজেপির সম্ভাব্য প্রার্থী ৷ তাই এবার অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের লড়াইটা বেশ কঠিন বলেই মনে করছে রাজনৈতিকমহল ৷
তবে শতাব্দীর দাবি,গত তিন লোকসভা নির্বাচনের থেকে এবারের জয়ের ব্যবধান তাঁর আরও বাড়বে ৷ প্রতিবছরই জয়ের ব্যবধান বেড়েছে ৷ আর এবারেও তার অন্যথা হবে না ৷ কিন্তু, গত তিনবার শতাব্দীর সহায় ছিলেন অনুব্রত মণ্ডল ৷ সেক্ষেত্রে ২০২৪-এর লড়াইয়ে মূল চালিকাশক্তি সেই অনুব্রতই শতাব্দীর সঙ্গে নেই। এবার অনুব্রতহীন বীরভূম লোকসভার গ্রামীণ এলাকা থেকে তৃণমূলের ভোট ধরে রাখা সহজ হবে না বলে মত রাজনৈতিক মহলের ৷