মিলন সমিতি(ঋষিকেশ পার্ক) এর উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রতি শ্রদ্ধা নিবেদন….।

গোপাল দেবনাথ : কলকাতা, ২৯ জুলাই, ২০২৩। বাংলা এবং বাঙালি যেমন বর্ণপরিচয় আজও ভুলতে পারেনি ঠিক সেই ভাবে তার সৃষ্টিকর্তাকে আজও সকলে স্মরণে রেখেছেন। আজ শনিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ১৩২তম মহাপ্রয়াণ দিবস।এই মহান ব্যক্তি কে স্মরণ করে এই দিনটিকে শ্রদ্ধায় ভরিয়ে দিতে উত্তর কলকাতার বাদুরবাগান এ বিদ্যাসাগর মহাশয়ের বাসভবন ৩৬ নম্বর,বিদ্যাসাগর স্ট্রিট এ তার মর্মর মূর্তিতে এবং মিলন সমিতির তাঁবুতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মিলন সমিতির(ঋষিকেশ পার্ক) এর সভ্যবৃন্দ।মিলন সমিতির পক্ষে অরুণ প্রসাদ মল্লিক, বাসুদেব মিত্র, সঞ্জিত পালিত, জয়দেব মিত্র, পুলিন মাইতি, উমাপতি দত্ত সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত হয়ে  
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

Leave a Reply