মুখ্যমন্ত্রীর জেড প্লাস নিরাপত্তার গলদ নিয়ে জনস্বার্থ মামলা

Spread the love

মোল্লা জসিমউদ্দিন, ১২ মার্চ
শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির  ডিভিশন বেঞ্চে মুখ্যমন্ত্রীর জেড প্লাস নিরাপত্তার ‘গলদ’ নিয়ে জনস্বার্থ মামলা দাখিল করা হয়েছে। এই মামলা আদালত গ্রহণ করেছে। আগামী শুক্রবার এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। এই মামলাটি দাখিল করেছেন সুরজিৎ সাহা নামে এক সমাজকর্মী। তিনি মুখ্যমন্ত্রীর জেড প্লাস নিরাপত্তার মধ্যে নন্দীগ্রাম কান্ডে ( পায়ে চোট)  সিবিআই তদন্ত দাবি রেখেছেন উক্ত দাখিল হওয়া মামলায়।  মামলার পিটিশনে উল্লেখ রয়েছে – ‘মুখ্যমন্ত্রীর এত উচ্চপর্যায়ে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিভাবে এই ঘটনা ঘটে?  এই ঘটনায় স্থানীয় থানায় এফআইআর রুজু করা হয়েছে। অথচ পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।ঘটনার সততা জানতে তাই  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্ত দাবি’। ইতিমধ্যেই এই ঘটনায় ( মুখ্যমন্ত্রীর পায়ে চোট)  তৃনমূলের শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপর ক্ষুব্ধ। রাজ্যের এডিজি এবং ডিজিপির মত পুলিশের সর্বোচ্চ আধিকারিকদের কমিশন সরিয়ে দেওয়ার পরেই নন্দীগ্রামে এই ঘটনা বলে তৃণমূলের দাবি।অপরদিকে বিজেপি নেতৃত্ব ঘটনার সময় মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকা ক্যামেরাগুলির ভিডিও ফুটেজ এবং স্টিল ছবি পাবলিক ডোমেইনে প্রকাশ করার দাবি রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *