মেমারি বাসস্ট্যান্ডে রক্তদান শিবির

Spread the love

সেখ সামসুদ্দিন, ২৪ ডিসেম্বরঃ মেমারি মন্তেশ্বর তৃণমূল বাস ট্রেকার ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মেমারি নতুন বাসস্ট্যান্ডে স্বেচ্ছায় রক্তদান শিবির ও ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস শ্রমিক ইউনিয়ন সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস শ্রমিক ইউনিয়ন সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিম, কালনার বিধায়ক তথা পরিবহন দপ্তর বোর্ডের সদস্য দেবব্রত বাগ, কাটোয়া তৃণমূল কংগ্রেস শ্রমিক ইউনিয়নের সম্পাদক নারায়ণচন্দ্র সেন, মেমারি মন্তেশ্বর বাসটেকার ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক অরবিন্দ গন, মেমারি শহর আইএনটিটিইউসির সভাপতি শেখ আশরাফ আলী সহ অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেমারি বিধানসভার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য‍্য, অনুষ্ঠান সঞ্চালনা করেন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল। প্রথমে নতুন বাসস্ট্যান্ডে থাকা নেতাজীর মূর্তিতে মাল্যদান, পরে ফিতে কেটে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন ও বাস শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের কর্মসূচি শুরু হয়। মঞ্চে বক্তব্যে ঋতব্রত বন্দোপাধ্যায় নতুন বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়নের অফিস দখল করে রাখা সুকান্ত হাজরার বিরুদ্ধে হুংকার ছাড়েন, ‘এফআইআর করে তাকে গ্রেপ্তার করানোর জন্য। তিনি দলের কেউ নন, দল তাকে কোন অনুমোদন দেয়নি, অফিস দখল করে বসে থাকার। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় ও ব্লকে ব্লকে শ্রমিক সংগঠন উদ্যোগী হবে মানুষের সেবায়, সরকারের প্রকল্পের সুবিধা পেতে মানুষকে সহযোগিতা করবে।’ এদিন মঞ্চ থেকে কিছু শীতবস্ত্র কম্বল ও ত্রিপল প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *