মেমারি ১ পঞ্চায়েত সমিতির শিক্ষক দিবস পালন
সেখ সামসুদ্দিন, ৫ সেপ্টেম্বরঃ মেমারি ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে সন্তোষ মঞ্চে শিক্ষক দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্যা বেরা, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, পূর্ব বর্ধমান জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, সহ-সভাপতি বসন্ত রুইদাস সহ সকল কর্মাধ্যক্ষগণ, মেমারি ও কলা নবগ্রাম চক্রের অফিসারদ্বয়, বিভিন্ন স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং শিক্ষারত্ন সম্মানপ্রাপক সৈকত রাউত। এছাড়াও উপস্থিত ছিলেন অগণিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ।