মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণে পথ দেখাচ্ছে ফিউশন ফেস্ট

Spread the love

মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণে পথ দেখাচ্ছে ফিউশন ফেস্ট


প্রণব ভট্টাচার্য ,হাওড়া :-
বর্তমান সমাজে মোবাইলের ব্যবহার অনস্বীকার্য ।এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা চলমান জীবনে অত্যাবশ্যকীয়। কিন্তু ছাত্র-ছাত্রীদের কাছে এই মোবাইলই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই যন্ত্রটির অতিরিক্ত ব্যবহার ক্ষতি করছে পড়ুয়াদের। এই সমস্যা থেকে সুরাহার চেষ্টায় পথে নেমেছে
om yoga Fitness।খেলাধুলা, নৃত্য ইত্যাদি এক্টিভিটিজ এর মাধ্যমে পড়ুয়াদের লক্ষ্যাভিমুখী রাখতে চাইছে এই সংস্থা। আগামী 29 মার্চ ফিউশন ফেস্ট 2024 আয়োজন করতে চলেছে এই সংস্থা। অনুষ্ঠানটির আয়োজন হবে অরবিন্দ মল সালকিয়া হাওড়া 711106-এ 4 pm to 6 pm।এদিন শিশু এবং অভিভাবকদের সঙ্গে নিয়ে চলবে কাউন্সিলিং সেশন। পড়ুয়াদের মোবাইল আসক্তির পেছনে অভিভাবকদের ভূমিকা কখনো নিষ্ক্রিয় কখনও আবার তাঁরাও ভুগছেন দিশাহীনতায়।অভিভাবকরা এক্ষেত্রে কি করবেন সেবিষয়ে বলবেন বিশেষজ্ঞরা।অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে থাকবে প্রতিযোগিতা। থাকবে রোলার স্কেটিং, ক্যারাটে, ডান্স এবং অন্যান্য আরও একটিভিটিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *