রক্তদান শিবির কাঁকরতলা থানা এলাকার মুন্দিরা গ্রামে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম,
“রক্তদান মহৎ দান, সেই রক্তে বাঁচে বহু মানুষের প্রাণ “- হ্যাঁ ,মুমূর্ষু রোগীদের প্রাণ ফিরিয়ে দিতে পারে স্বেচ্ছায় দান করা এই রক্ত।সেই দানটি স্বেচ্ছায় রক্তদান। রক্ত সংকট দূর করতে দিনের পর দিন রক্তদান শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ইচ্ছে ফাউন্ডেশন ও বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্স। সেরূপ এদিন বীরভূম জেলার কাঁকরতলা থানার মুন্দিরা গ্রামবাসীদের আয়োজনে,ইচ্ছে ফাউন্ডেশন ও বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্স এর পরিচালনায় সিউড়ী সদর হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের রক্ত সংগ্রহে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে পুরুষ ও মহিলা মিলে ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।রক্তদাতারা বলছেন স্বেচ্ছায় রক্তদান করে আমরা স্বভাবতই বেজায় খুশি।আগামীতে আমরা আবারও স্বেচ্ছায় রক্তদান করবো অন্যদের ও উৎসাহিত করবো।সকল রক্তদাতাদের হাতে মেমেন্টো ও শংসাপত্র প্রদান করা হয় ।শিবিরে উপস্থিত ছিলেন ইচ্ছে ফাউন্ডেশনের সদস্য বিনয় দাস,আলাপন সরকার,মানব ঘোষ,কৃষ্ণেন্দু সরকার,পান্ডবেশ্বর ভলান্টারী ব্লাড ডোনার্স ফেডারেশনের সভাপতি লাল্টু সামন্ত,সিউড়ী সদর হাসপাতালের ডাঃ সুব্রত মুখার্জি,এম টি ল্যাব অনির্বাণ ব্যানার্জী,সমাজসেবী গনেশ আচার্য্য, প্রলয় ঘোষ,স্বপন সেন প্রমুখ ।