রমযান উপলক্ষে খোলা হাওয়ার খাদ্যসামগ্রী বিতরণ
নিজস্ব সংবাদদাতা
রমযান মাস শুরু হতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এক লাফে অনেকটাই বেড়েছে। ফলে সমস্যায় পড়েছেন দরিদ্র মানুষ। এই পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন ‘খোলা হওয়া’। বৃহস্পতিবার দুপুরবেলা খোলা হাওয়া ও বাঁকুড়া রক্ত যোদ্ধা নামে একটি সংগঠনের যৌথ উদ্যোগে বাঁকুড়ার হাতিরামপুর সংলগ্ন পাথরডিহি বস্তিতে সহায়-সম্বলহীন মানুষকে চাল, ডাল, চিঁড়ে, তেল, নুন-সহ নিত্যপ্রয়োজনীয় আরও সামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে দুস্থ পড়ুয়াদের খাতা, কলম, পেনসিল, রবার, পেনসিল সার্পনার, স্কেল ইত্যাদি শিক্ষা সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।
খোলা হাওয়ার তরফেআসিফ রেজা আনসারী জানান, তিনি ছাড়াও সেবাব্রত মিত্র, জাহানারা খাতুন, সুমন ভট্টাচার্য, শামীম আখতার, ফিজা খান, মাইমুন নিশা ও আরও অনেকে সক্রিয় ভূমিকা পালন করেন। শুধু তাই নয়, কর্মসূচি সফল করার জন্য তিনি সকল দাতা ও স্বেচ্ছাসেবীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।