রাইপুরের দুবোনালা গ্রামে জমি জটে জয় হলো মানিকপক্ষের।

Spread the love

রাইপুরের দুবোনালা গ্রামে জমি জটে জয় হলো মানিকপক্ষের।

সাধন মন্ডল বাঁকুড়া:–।জঙ্গলমহলের রাইপুর গ্রাম পঞ্চায়েতের দুবনালা গ্রামের মানিক মন্ডল , স্বপন পাত্র,সহ বেশ কয়েকজন চাষীর জমি সত্তরের দশকে বামফ্রন্ট সরকার এর লোকজন স্থানীয় নেতৃত্ব জোর করে অন্যায় ভাবে জমি দখল করে নিয়ে ক্ষেতমজুর শ্রেণীর কিছু মানুষদের হাতে তুলে দিয়েছিলেন বলে অভিযোগ করেন মালিকপক্ষের বিজয় মন্ডল। তিনি তার কথা বলতে গিয়ে বলেন অন্যায় ভাবে বামফ্রন্ট সরকারের তৎকালীন নেতৃত্ব আমাদের জমিগুলি দখল করে কিছু মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন আমরা তারপর হাইকোর্টের দ্বারস্থ হই দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে বিচার চলে এবং বিচারে আমাদের জয় হয়। তার পর আজ প্রশাসনের পক্ষ থেকে দখলিকৃত জমি আমাদের হাতে তুলে দেওয়া হল। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বিচারব্যবস্থাকে অন্যদিকে জমি হাতছাড়া হতেই কান্নায় ভেঙে পড়েন টুসি দুলে সহ দখল করা অন্যান্য দখলিকৃত চাষীরা । টুসি দুলে বলেন আমরা গরিব মানুষ তখনকার দিনে সিপিএম পার্টির পক্ষ থেকে আমাদের এইটুকু জমি দিয়েছিল সেটি চাষবাস করে খাচ্ছিলাম সংসার চলছিল। আজ সেই জমি কেড়ে নিল। জানিনা এবার কিভাবে সংসার চালাবো। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন জমি কার তা আমরা জানতাম না সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমাদের এই জমি চাষ করতে দেওয়া হয়েছিল। যাই হোক জমি ফেরত পেয়ে খুশি জমির মালিকরা জমির অন্য এক মালিক স্বপন পাত্র বলেন সত্যের জয় একদিন হতেই হবে এটা আমাদের বিশ্বাস ছিল বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা ছিল আজ তা হাতে নাতে প্রমাণ হল। কৃতজ্ঞতা জানাই বিচারব্যবস্থাকে ও ধন্যবাদ জানাই প্রশাসনকে যাদের সাহায্য সহযোগিতায় আমরা আমাদের পুরানো জমি ফেরত পেলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *