রাইপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু নব দম্পতির
:—সাধন মন্ডল বাঁকুড়া:—–প্রাথমিকভাবে জানা যায় বাঁকুড়ার অমৃতপালের কাছে দাঁড়িয়ে থাকা বাইককে ধাক্কা দিয়ে রাস্তার ধারে উল্টে গেল সরকারী বাস, ঘটনাস্থলে মৃত্যু দুই বাইক আরোহীর । বেহাল রাস্তার কারনেই দুর্ঘটনা বলে অভিযোগ তুলে ক্ষোভ এলাকাবাসীর । আজ সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।।
রাইপুর থানার অমৃতপালের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা দেয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাইকে। রাস্তার ধারে বাইকটি দাঁড় করিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে প্রস্রাব করতে গিয়েছিলেন সুধাময় বাবু। বাইকের পিছনে ছিলেন তার স্ত্রী ডলি দেবী আচমকা বাঁকুড়া দিক থেকে আসা সরকারি বাসটি তাদের ধাক্কা মারে বলে স্থানীয় সূত্রে জানা যায় এবং ঘটনাস্থলে এই দুজনের মৃত্যু হয়। পরে বাসটি রাস্তার ধারে নেমে যায় । স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে যাত্রীবাহী বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করে। স্থানীয় উদ্ধারকারীদের দাবী ঘটনায় তেমন চোট লাগেনি কোনো বাসযাত্রীর। এই দুর্ঘটনার পরই এলাকার মানুষ বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবী রাস্তা সংস্কারের নামে দীর্ঘদিন ধরে রাস্তা খুঁড়ে রেখে দেওয়া হয়েছে। এই অবস্থায় রাস্তায় বারংবার দুর্ঘটনা ঘটছে ও মানুষের প্রাণ যাচ্ছে। অবিলম্বে রাস্তা মেরামতের কাজ সম্পূর্ণ করা না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। রাইপুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। মৃতরা হলেন সিমলাপালের বাসিন্দা সুধাময় রানা বয়স (২৬)ও ডলি রানা ঘটনার পরে ই রাইপুর ও বারিকুল থানার পুলিশ ঘটনার স্থলে হাজির হয়ে স্থানীয় মানুষ জনের সহযোগিতায় বাসের যাত্রীদের তাড়াতাড়ি উদ্ধার করে এবং রাস্তা যানজট মুক্ত করেন।