সাধন মন্ডল,
পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এর উদ্যোগে রাইপুর ব্লক প্রশাসনের সহযোগিতায় আজ যথাযোগ্য মর্যাদায় রাখি বন্ধন উৎসব পালিত হল রাইপুর সবুজ বাজার মোড়ে। সেখানে উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মূর্ম ু জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো যুব আধিকারিক পার্থ সরকার মন্ত্রি প্রতিনিধি শুভদীপ মণ্ডল রাইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সঞ্জয় মন্ডল জেলা পরিষদ সদস্য কালিপদ সরেন, বিশিষ্ট সমাজসেবী গৌতম বিশ্বাস সহ বিশিষ্ট মানুষজন। রাখি বন্ধন নিয়ে বিশিষ্ট অতিথিরা বক্তব্য রাখেন এবং পরে একে অপরের হাতে রাখি বেঁধে দেন ।প্রথম রাখিটি বিধায়ক মৃত্যুঞ্জয় মূর্মু বেঁধে দেন এলাকার বিশিষ্ট ফুটবলার ও প্রশিক্ষক জেরার হোসেনের হাতে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক রাধা মাধব মুখার্জি।