রাইপুর বালিকা বিদ্যালয়ে অমৃত মহোৎসব

Spread the love

শুভদীপ ঋজু মন্ডল,

রাইপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন অমৃত মহোৎসব উৎসবের সূচনা হলো আজ। ফিতে কেটে, জাতীয় পতাকা উত্তোলন করে , ৭৫ তম বর্ষের কেক কেটে এবং বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির উদ্বোধন করে অনুষ্ঠানের সূচনা করেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সংসদ সভাপতি অধ্যাপিকা বসুমিত্রা সিংহ পান্ডে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু। জাতীয় শিক্ষক গোরাচাঁদ মুর্মু, জগবন্ধু মাহাতো, বুদ্ধদেব দত্ত, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পরীক্ষিত কামিল্ল্যা, সাধন কুমার মন্ডল,গড় রাইপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজকুমার বন্দ্যোপাধ্যায়, বর্তমান প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল,বিশিষ্ট শিক্ষক সমাজসেবী গৌতম বিশ্বাস। রাইপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, বিশিষ্ট সমাজসেবী শক্তি বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্যামলী সিনহা বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সভাপতি অধ্যাপিকা বসু মিত্রা সিংহ পান্ডে বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলিতে পড়াশোনার মান যাতে ভালো হয় তার জন্য সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবকদের সতর্ক হওয়া দরকার। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান অনেকটা তলানিতে ঠেকেছে সেই পুরানো সম্মান ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করি। শিক্ষক শিক্ষিকাগণ আরো বেশি বেশি দায়িত্ব নিয়ে ছেলেমেয়েদের প্রতি যত্ন নেবেন এই আশা করি। তাছাড়া অভিভাবক অভিভাবকের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা বেসরকারি বিদ্যালয়গুলির উপর ঝোঁক না বাড়িয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলির প্রতি নজর দিন এবং সেখানে ছেলেমেয়েদের ভর্তি করুন। এদিন সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সোনামুখীর জয়গুরু পুতুল নাট্য সংস্থার সমাজ সচেতন মূলক পুতুল নাচ অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক রাধামাধব মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *