রাজনৈতিক খুন: প্রতিবাদে সরব বিদ্ধজনেরা
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এ পর্যন্ত যে ধারাবাহিক সংঘর্ষ ও খুনোখুনীর রাজনীতি চলছে, তার তীব্র প্রতিবাদ জানাল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন সহ বিভিন্ন গণ সংগঠনের নেতৃত্বরা। বৃহস্পতিবার দুপুরে কলকাতার শেক্সপিয়ার সরণি এলাকার ভারতীয় ভাষা পরিষদের বিপরীতে একটি শান্তি সভার আয়োজন করে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের কাছে দ্রুত শান্তি ফেরানোর আর্জি জানান বক্তারা। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনারকে কাঠগড়ায় তুলে কলকাতা হাইকোর্টের প্রতি আস্থা প্রকাশ করেন। বিভিন্ন এলাকায় বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনকে আরো সক্রিয় ভূমিকা পালনের কথা বলেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। আরো বক্তব্য রাখেন দলিত নেতা সুকৃতি রঞ্জন বিশ্বাস, সমাজসেবী মুহাম্মদ সালাউদ্দিন, জামায়তের প্রাক্তন আমীরে হালকা মুহাম্মদ নুরুদ্দিন, আদিবাসী নেতা বীরেন মাহাতো, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সভাপতি আনোয়ার হোসেন কাসেমী, নাজমুল আরেফীন, ডাক্তার মনিরুল ইসলাম, মাহমুদুল হাসান প্রমুখ।