রাজ্যজুড়ে সিপিআইএমের প্রতিবাদ মিছিল
সেখ সামসুদ্দিন, ৬ ডিসেম্বরঃ সারা রাজ্য তথা পশ্চিমবঙ্গের সঙ্গে মেমারি শহরেও ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দলের পক্ষ থেকে ৬ ডিসেম্বর ও বাংলাদেশ -ভারত সহ বিশ্বে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে মিছিল করা হয়। সিপিআইএম নেতা পীযূষ কান্তি বিশ্বাস দাবি করেন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হচ্ছি, অথচ ভারতেও সংখ্যালঘুদের উপর আক্রমণ/অত্যাচার হচ্ছে যা কাম্য নয়। সংখ্যালঘুদের উপর অত্যাচারে ভারত বাংলাদেশের পার্থক্য কোথায়! ভারতীয় হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সহ সকল দেশের কাছে আবেদন নিজ নিজ দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ হোক। মেমারি শহরে চকদিঘী মোড় থেকে মিছিল শুরু করে দক্ষিণ মেমারি হয়ে কৃষ্ণবাজার, স্টেশন বাজার, নিউ মার্কেট হয়ে বামুন পাড়া মোড়ে শেষ হয়।