রাধাকৃষ্ণ পূজা ঘিরে ভক্তদের উন্মাদনা বাঙালপুরে

Spread the love

রাধাকৃষ্ণ পূজা ঘিরে ভক্তদের উন্মাদনা বাঙালপুরে


প্রণব ভট্টাচার্য
হাওড়া গ্রামীণ জেলার বাগনান থানার হারপ বাঙ্গাল পুর বারোয়ারি পূজা কমিটির আয়োজনে হারপ বাঙ্গাল পুর টাওয়ার পোলের নিকট তৃতীয় বর্ষ রাধাকৃষ্ণ পূজায় ভক্তদের ঢল নামবে বলে জানান শুভাকাঙ্ক্ষী বুবাই দীগের । এলাকায় গিয়ে দেখা গেছে উৎসাহিত হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন সনাতন ধর্মাবলম্বী মানুষজন। এলাকায় এলাকায় প্রচার ও অনুষ্ঠানের প্রসার ঘটাতে ঐক্য বদ্ধ পরিকল্পনা করে এগিয়ে চলেছেন একঝাঁক তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা। তাদের মধ্যে বাপী মালিক,বাবলা, বাপন,অমু,বটু অমরেশ রুইদাস,বাসু ,রানা, মিঠুন , কার্তিক, সমীর,রাজু,প্রমুখ। কমিটির সভাপতি ও সহ সভাপতি সমরেশ মান্না ও সৌমেন অধিকারী বলেন শুক্রবার থেকে সোমবার চারদিন ধরে পর্যায়ক্রমে এলাকার হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষজনের ঢল নামবে। পূজা, হরিনাম সংকীর্তন, অন্নকূট, স্মরণীয় বর্ণাঢ্য শোভাযাত্রা করে এলাকায় এলাকায় পরিক্রমা করা, দামোদর নদের তীরে বটতলায় রাধাকৃষ্ণ ঠাকুরকে রেখে আসা হবে বলে জানা গেছে। কমিটির বাপন রুই দাস, দেবাশীষ সাঁতরা, সমীরণ মাইতি বলেন ভেদাভেদ ভুলে সবাই মিলে মিশে একাকার হয়ে এগিয়ে আসেন আমাদের অন্ন কূটের অনুষ্ঠানে। পথ্য থাকে আলু পোস্ত ভাজা,ভাত,ডাল, আলু পটল ঝোল,সুক্ত, পাঁপড়, চাটনি,পায়েস,বোদে নয় রকমের খাদ্য প্রায় হাজার পাঁচেক সনাতন ধর্মাবলম্বী মানুষজন গ্রহণ করবেন। ঠাকুরের প্রাসাদ ভোগ শিন্নি গ্রহণ করবেন। শোভাযাত্রা র সময় ভক্তদের পায়েস ও বোদে দেওয়া হবে বলে জানান শুভাকাঙ্ক্ষী ও সমাজকর্মী সুপ্রিয় ঘোষ বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *