রামপুরহাট মহকুমা শাসকের সাথে আইএনটিইউসি শ্রমিক সংগঠন নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

Spread the love

রামপুরহাট মহকুমা শাসকের সাথে আইএনটিইউসি শ্রমিক সংগঠন নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন বীরভূম জেলা আইএনটিইউসি র পক্ষ থেকে রামপুরহাট মহকুমা শাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন শুক্রবার।উল্লেখ্য গত ৪ ই ফেব্রুয়ারি সিউড়ি রবীন্দ্র ভবনে আইএনটিইউসি র ১৯ তম বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।সেখানে নতুন পুরাতন সহ মোট ৩১ জন সদস্যের নিয়ে নতুন জেলা কমিটি গঠন করা হয়।এরপর ৫ ই মার্চ এক অনুষ্ঠানের মাধ্যমে ১৯ তম প্লেনারী সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত কমিটির পদাধিকারীদের হাতে নিয়োগপত্র তুলে দেন জেলা নেতৃত্ব।রামপুরহাট মহকুমা এলাকার দায়িত্বপ্রাপ্ত সেই সমস্ত শ্রমিক নেতৃত্ব সহ জেলা নেতৃত্ব একত্রে গিয়ে রামপুরহাট মহকুমা শাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বলে সংগঠন সূত্রে জানা যায়। সেই সঙ্গে রামপুরহাট এলাকার শ্রমিক সংগঠনের বিভিন্ন সমস্যা ,বিশেষত নলহাটি মুরারই এলাকায় পাথর খাদান, ক্র্যাসার এ কাজের ক্ষেত্রে সমস্যা নিয়ে প্রাথমিক আলোচনা হয়। এদিন মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন জেলা আইএনটিইউসি সভাপতি মৃণাল বসু, কার্যকরী সভাপতি পুলক রায় , জেলা সহ সভাপতি রথীন সেন, রামপুরহাট মহকুমা সভাপতি সত্যব্রত ভট্টাচার্য , রামপুরহাট বিধানসভা সভাপতি রাজ্জাক আলী,রামপুরহাট ব্লক সভাপতি উত্তিয় মুখার্জি, নলহাটি ব্লক আইএনটিইউসি সভাপতি আনারুল সেখ প্রমূখ নেতৃত্ব।সাক্ষাৎকার পর্ব থেকে বেরিয়ে জেলা আইএনটিইউসি সভাপতি মৃনাল বসু জানান মহকুমা শাসকের সঙ্গে আমাদের শ্রমিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ করা হয়। পাশাপাশি এলাকার শ্রমিকদের নানান সমস্যার বিষয়ে আলোচনা হয়। তবে আগামী দিনে সময় করে আরো বিস্তারিত ভাবে আলোচনায় বসা হবে বলে মহকুমা শাসক আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *