খায়রুল আনাম
শিল্প সাধনার পীঠভূমি শান্তিনিকেতনে বিশ্বভারতীর কলাভবনের পড়ুয়া ও প্রাক্তনীদের আয়োজনে ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ২ দিনের নন্দন মেলা। এই মেলায় বিক্রিত শিল্প সামগ্রী থেকে যে আয় উঠে আসবে তা দেওয়া হবে কলাভবনের সেবা শাখায়। কলাভবনের পড়ুয়াদের কেউ অসুবিধায় পড়লে এই সঞ্চিত অর্থ ব্যয় করা হয়ে থাকে। এখানে কলাভবনের পড়ুয়া ও প্রাক্তনীদের শিল্প সামগ্রী-ই স্থান পায়। রয়েছে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩ ডিসেম্বর পালিত হবে আচার্য নন্দলাল বসুর জন্মদিন।