শারীর শিক্ষা শিক্ষণ শিবির:-
সাধন মন্ডল,
বাঁকুড়া বালিকা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ও বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৪ই ডিসেম্বর থেকে ৫ দিনের অনাবাসিক শারীর শিক্ষা শিক্ষণ শিবির শুরু হল বাঁকুড়া মিউনিসিপাল হাই স্কুল প্রাঙ্গনে। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের নিয়ে অনাবাসিক শারীর শিক্ষা শিক্ষণ শিবির শুরু হলো। শিবিরে সমষ্টি ব্যায়াম ,ছাড়া ব্রতচারী,যোগব্যায়াম,
জিমন্যাস্টিকস ও লোকনৃত্য বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সম্পাদক রবীন মন্ডল জানান, জাতীয় সংগীতের মধ্য দিয়ে
শিবির সকাল ৭টায় শুরু হয়। এরপর সমষ্টি ব্যায়াম তার পর স্পেশাল বিষয়ে ট্রেনিং নেয় শিক্ষার্থীরা। বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিচ্ছেন অসীম নন্দী,অশ্বিনী ধবল,অমল বিশ্বাস, সুজাতা রজক,পম্পা গরাই , মন্দিরা সিনহা ও ঋতুপর্ণা চ্যাটার্জী। এদিন মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রশিক্ষক সন্দীপ চক্রবর্তী,ডঃ সন্তোষ দাস চক্রবর্তী, শংকর শীট, কাঞ্চন চক্রবর্তী এবং কবি ও সাহিত্যিক ভজন দত্ত এছাড়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক তৃনাঞ্জয় লাই সহ শিক্ষক শিক্ষিকা গণ মাঠে উপস্থিত থেকে শিবিরে সহায়তা করেন।এবছর টি সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষ ।বিগত ৫০ বছর ধরে
জেলার ছাত্র ছাত্রী ও যুব সমাজের শারীরিক, মানসিক ও চারিত্রিক উন্নতি বিধান এবং বিভিন্ন খেলাধুলা শিক্ষাদান ই আমাদের সংঘের উদ্দেশ্য ও লক্ষ্য। শিবিরটি আগামী ১৮ই ডিসেম্বর পর্যন্ত চলবে।