শিক্ষক দিবসে সঙ্গীত সন্ধ্যার আয়োজন দুবরাজপুরে

শিক্ষক দিবসে সঙ্গীত সন্ধ্যার আয়োজন দুবরাজপুরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- দুবরাজপুর ত্রিসপ্তক সঙ্গীত মহাবিদ্যালয়ের উদ্যোগে সন্ধ্যা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় ৫ ই সেপ্টেম্বর। এদিন সারা দেশব্যাপী যথাযোগ্য মর্যাদা সহকারে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালিত হচ্ছে এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এদিন দুবরাজপুর নেপাল মজুমদার ভবনে তাঁকে শ্রদ্ধা জানানোর পর একে একে সংগীত পরিবেশন করে কুসুম ভক্ত ,দেবাশীষ মুখার্জি, মৃন্ময় দত্তসহ ৬০ জন শিল্পী । তাদের অধিকাংশই ত্রিসপ্তক সঙ্গীত মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। সঙ্গীত মহাবিদ্যালয়ের দুই কর্ণধার প্রবীর চৌধুরী ও রুণা চৌধুরী এমন একটি অভিনব সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে আসছেন বিগত চার বছর ধরে।সংস্থার কর্নধার তথা সঙ্গীত শিল্পী রুণা চৌধুরী একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

Leave a Reply