শিক্ষক দিবস পালনে রাইপুর চক্র
। সাধন মন্ডল বাঁকুড়া:– আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ।শিক্ষক দিবস হিসাবে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হল সারা দেশ জুড়ে । পিছিয়ে নেই জঙ্গলমহলও । এলাকার রায়পুর ও সারেঙ্গা ব্লকের সমস্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলোতে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। অন্যদিকে জঙ্গলমহলের রাইপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক এর উদ্যোগে রাইপুর ব্লক কমিউনিটি হলে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। বিকেলে উদ্বোধনী সংগীত ও মহান দার্শনিক প্রাক্তন রাষ্ট্রপতি র প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আজকের এই শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু ,জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাত, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পরীক্ষিত কামিল্যা, রাইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মুর্মু,রাইপুর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় বেপারী জেলা পরিষদ সদস্য কালিপদ সরেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সঞ্জয় মন্ডল সহ বিশিষ্ট মানুষজন ও চক্র এলাকার বিশিষ্ট শিক্ষক শিক্ষিকার বৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দার্শনিকের জীবনী নিয়ে বলেন পরীক্ষিত বাবু এছাড়া তিনি জোরালো দাবি তোলেন শিক্ষকদের হাতে ছড়ি ফিরিয়ে দেওয়া হোক এবং পরীক্ষায় পাশ ফেল অবশ্যই রাখা হোক। তা না হলে শিক্ষার মান হচ্ছে না। পুঁথিগত বিদ্যায় হয়তো হচ্ছে কিন্তু মূল্যবোধ, মানবিকতা ,গড়ে উঠছে না শিশুদের মধ্যে। অনুষ্ঠানে শিক্ষক দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু ,জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাত। রাইপুর চক্রেরঅবর বিদ্যালয় পরিদর্শক পিয়ুস চক্রবর্তীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শিক্ষক শিক্ষিকার বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন চাতরি নিম্ন বুনিয়াদি আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার মন্ডল। বিশিষ্ট শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা শিবশঙ্কর মন্ডল শিক্ষক নেতা ষষ্ঠী চরণ হালদার।অনুষ্ঠান শেষে উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা ছিল।