শিক্ষক দিবস পালন দুবরাজপুর পৌরসভার উদ্যোগে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:-
৫ ই সেপ্টেম্বর সারা দেশব্যাপী সরকারি বেসরকারি স্কুল, কলেজ তথা শিক্ষা প্রতিষ্ঠানে মহাসমারোহে পালিত হয় শিক্ষক দিবস। ১৯৬২ সাল থেকে প্রতি বছর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ৫ সেপ্টেম্বর দিনটি ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন হয়ে আসছে।১৮৮৮ সালের ৫ই সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তাই তাঁর জন্মদিন উপলক্ষে ভারতবর্ষ জুড়ে পালন করা হয় শিক্ষক দিবস। সেরূপ আজ মঙ্গলবার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে স্থানীয় সভাকক্ষে পালিত হয় শিক্ষক দিবস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে, উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক দেবাশিষ পাত্র, জেলার সরকারী আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন আলেখ্য নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিগণ। উল্লেখ্য দুবরাজপুর পৌরসভা এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলিতে ২০২৩ সালে ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর প্রাপক এরূপ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ৮৬ জন পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। তাদের হাতে রৌপ্য পদক ও মানপত্র তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। তাছাড়াও ১৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাকেও সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এবারে শিক্ষক দিবসের দিনে ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড প্রাপক শিক্ষক আরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ নাসাকেও সংবর্ধনা প্রদান করা হয়। দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানান,দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে গত ২০০০ সাল থেকে শিক্ষক দিবস পালন করে আসছি। এছাড়া এই অনুষ্ঠানেই এলাকার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা প্রদান করা হয়।