শিক্ষক দিবস পালন ফুলকুসমায়

সাধন মন্ডল,

যথাযোগ্য মর্যাদায় ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর ১৩৫ তম জন্ম দিবস তথা শিক্ষক দিবস পালন করলো, রাইপুর ব্লকের ফুলকুসমা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয়পরিদর্শক প্রসেনজিত মল্লিক এছাড়া বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও এলাকার শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কর্মকারের উদ্যোগে একটি সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের হলঘরে ।সেখানে নৃত্য, কবিতা আবৃতি, গান পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক অনির্বাণ দে, বাপ্পাদিত্য মন্ডল, প্রদীপ ফৌজদার, আর্য মন্ডল,অবসরপ্রাপ্ত শিক্ষক অসিত বরণ মিদ্যা প্রমূখ। এছাড়া রাইপুর অবর বিদ্যালয় পরিদর্শক এর উদ্যোগে ব্লক কমিউনিটি হলে যথাযথ মর্যাদায় দিনটি পালিত হল সেখানে রাইপুর সার্কেলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া শ্যামসুন্দরপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, পাটগাড়া প্রাথমিক বিদ্যালয়, গোচদা প্রাথমিক বিদ্যালয়, মটগোদা উচ্চ বিদ্যালয়, পন্ডিত রঘুনাথ মুরমু আবাসিক বিদ্যালয়, জামবনী উচ্চ বিদ্যালয় সহ জঙ্গলমহলের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলিতে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

Leave a Reply