শিবচক ক্লাব , কলকাতার সৌজন্যে বেকার যুবকদের কর্মসংস্থানের আয়োজন

Spread the love

শিবচক ক্লাব , কলকাতার সৌজন্যে বেকার যুবকদের কর্মসংস্থানের আয়োজন

শিবচক ক্লাব ও ৪৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বরুপ দে এর উদ্যেগে bargach foundation এর সহযোগিতায় কলকাতার বেকার যুবকদের জন্য বিশেষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হলো।মানদণ্ড (যারা সাক্ষাত্কারে অর্জিত হবে)-বয়স১৮+ থেকে ৩৫ বছর বয়স এবং ন্যূনতম শ্রেণী ৫ম শ্রেণী উত্তীর্ণ এবং স্নাতক এবং স্নাতকোত্তর। চাকরির ধরন-১. ক্লাস ৫ম থেকে দশম শ্রেনীর জন্য উত্তীর্ণ, হাউসকিপিং জব। ২, দ্বাদশএবং স্নাতকোত্তর-ব্যাঙ্কিং সেলস জব, ইন্স্যুরেন্স সেলস জব, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ফিল্ড লেভেলের চাকরি, বাড়ি বিক্রয়, নিরাপত্তা প্রহরী চাকরি, বিপিও চাকরি।

আমাদের নিয়োগকর্তারা হবে TATWA BPO, S&IB এবং QUESS। প্রার্থী এবং প্রতিষ্ঠানের জন্য কোন চার্জ প্রযোজ্য নয়। প্রার্থীদের ফটো এবং যথাযথ ইন্টারভিউ গ্রুমিং সহ দুটি আপডেট করা সিভি বহন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *