সংযোগ স্থাপনে পুলিশের মানবিক উদ্যোগ, লোকপুর থানা এলাকায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম ঠান্ডার হাত থেকে রেহাই পেতে শুরু হয়েছে শীতবস্ত্র কেনাকাটা। কিন্তু সাধ থাকলেও যাদের সাধ্য নেই অর্থাৎ নুন আনতে পান্তা ফুরানো ব্যাক্তিদের শীতবস্ত্রের স্বপ্ন অধরাই রয়ে যায়। সেই সমস্ত অসহায় মানুষদের কথা মাথায় রেখে লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ সমস্যা দূরীকরণে শীতবস্ত্র বিতরন কর্মসূচী গ্রহণ করেন। জানা যায়
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার আয়োজনে এদিন শনিবার বুধপুর গ্রামের ৪০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়। জাঁকিয়ে শীত পড়ার আগেই শীতবস্ত্র পেয়ে স্বভাবতই খুশি স্থানীয় মানুষজন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর থানার এ এস আই নয়ন ঘোষ ও ইন্দ্রজিৎ রায়, লোকপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সেখ তারা,সমাজসেবী সেখ সামসের আলী,সেখ মিলন প্রমুখ ব্যাক্তিবর্গ।