সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় ধুঁকছে পুতকার ড্যাম্প ও ব্রিজ, আশঙ্কায় চাষী থেকে পথযাত্রী
শেখ রিয়াজউদ্দিন, বীরভূম:- বীরভূম জেলার লোকপুর থানা সীমান্তবর্তী ঝাড়খণ্ডের কুন্ডহিত ব্লকের খাজুরি গ্রাম থেকে উৎপত্তি শাল নদী।যেটা বয়ে চলেছে লোকপুর থানা এলাকার উপর দিয়ে। একদা এলাকার চাষীদের কথা মাথায় রেখে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে লোকপুর শালজোড় রাস্তায় শাল নদীর উপর তৈরি হয় পুতকা ড্যাম্প। পাশাপাশি ড্যাম্পের ঘা ঘেঁষেই তৈরি হয় যানবাহন চলাচলের জন্য পাকা ব্রিজ। কিন্তু দীর্ঘদিন যাবত কোন রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় ভুগছে এলাকার দুটি সম্পদ।ইতিমধ্যে বিকট শব্দে ড্যাম্পের একটা গেট রসা ছিড়ে পড়ে যায়।যার ফলে গেটটি বন্ধ হয়ে যায়। যা নিয়ে স্থানীয় চাষীরা আতঙ্কিত যে নদীতে জল বাড়লেই অনেক চাষযোগ্য জমি জলের তলায় ডুবে যাবে। অপরদিকে পথযাত্রীদের মধ্যেও আশঙ্কা যে এই ব্রিজের গার্ডওয়াল গুলি কঙ্কালসার অবস্থায় দাড়িয়ে আছে।যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। উল্লেখ্য লোকপুর থানা এলাকার বনকাটা, পুতকা, কয়রাবুনি, শালজোড় সহ ঝাড়খণ্ড রাজ্যের বাগডহরী থানা এলাকার বেশকিছু গ্রাম লোকপুর বাজারের উপর নির্ভরশীল।তাছাড়াও শিক্ষা,স্বাস্থ্য সহ বিভিন্ন ধরনের অফিস যাতায়াতের ক্ষেত্রে এলাকাবাসীর এটাই একমাত্র পথ। স্থানীয় এলাকাবাসী হিসেবে উজ্জ্বল মণ্ডল, রাকেশ মণ্ডল, তরুণ মাল সহ অনেকেই এই আশঙ্কার কথা ব্যক্ত করলেন এক সাক্ষাৎকারে। পাশাপাশি উক্ত সম্পদ দুটি যেন দ্রুত সংস্করণের ব্যবস্থা হয় তারজন্য উর্দ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।